ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এতোদিন হবে হবে করেও শুধু জয়টাই পাওয়া হচ্ছিলো না বাংলাদেশের। শেষ পর্যন্ত রবিবার মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই সাফল্য পেয়েছে টাইগাররা। মূলত এরপর থেকে খুদে ব্লগিং সাইট টুইটারে সাবেক ও বর্তমান তারকাদের প্রশংসার বন্যায় ভাসছেন মুশি। তাদের মধ্যে অন্যতম মাশরাফি বিন মর্তুজা, ভিভিএস লক্ষ্মণ ও হার্শা ভোগলে রয়েছেন।
ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও মুশফিকদের প্রশংসা করে টুইটারে লিখেছেন, ‘ম্যাচ জয়ের জন্য বিসিবি টাইগারদের অভিনন্দন। দুর্দান্ত ইনিংস মুশফিকের। আমি নিশ্চিত ভারতের তরুণ খেলোয়াড়রা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং দৃঢ়ভাবে ফিরে আসবে।’
মাশরাফি বিন মর্তুজা টুইটার বার্তায় ভারতের বিপক্ষে জয়কে পারফেক্ট টিম-ওয়ার্ক উল্লেখ করে লিখেছেন, ‘অভিনন্দন। মুশফিক সত্যিই দুর্দান্ত। গ্রেট অ্যাফোর্ট এবং দারুণ টিম-ওয়ার্ক। আশা করি, এটা বজায় থাকবে।’
এদিকে ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটে লিখেছেন, ‘অন্যদের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকের গড় সবচেয়ে ভালো। মুশফিক আজ (রবিবার) ফিনিশার হিসেবে নতুন মাইলস্টোনে পৌঁছাতে পেরেছেন।’
বাংলাদেশের জয় নিয়ে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই টুইট করেছে, ‘দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে তারা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো।’
Discussion about this post