চলছে ইউরো, মাঠে কোপা আমেরিকাও। ফুটবল উন্মাদনায় ক্রিকেট এখন অনেকটা আড়ালেই চলে গেছে। কিন্তু এরইমধ্যে এবার বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মিশন। বুধবার দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটিতে মাঠে নামবে মুমিনুল হকের দল। ভেন্যু হারারে স্পোর্টম ক্লাব গ্রাউন্ড।
একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ সেরা একাদশ নিয়ে নামতে পারবে কীনা তা নিয়ে শঙ্কা। তবে একটা দিক থেকে স্বস্তির যে দল পাচ্ছে মুশফিকুর রহিমকে। পুরোপুরি ফিট হয়ে যাওয়ার পথে এই তারকা ব্যাটসম্যান। তেমনটাই জানিয়ে রেখেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। কিন্তু তামিম ইকবালকে নিয়ে শঙ্কা। যেভাবে চোটে কাবু না জানি জিম্বাবুয়ে সফরটাই শেষ হয়ে যায় তার।
বাংলাদেশ থেকেই চোট নিয়ে জিম্বাবুয়েতে গেছেন তামিম। হাঁটুর চোটে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের ম্যাচ খেলেননি তিনি। বাঁহাতি ওপেনার স্থায়ীভাবে এই চোট থেকে মুক্তি পেতে চাইছেন। কিন্তু সেটি করতে হলে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। প্রস্তুতি ম্যাচের শেষ দিন ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৩০ বল খেলে ৪ বাউন্ডারিতে করেন ১৮ রান।
এদিকে শঙ্কা কাটল মুশফিককে নিয়ে। হাতের আঙুলে ‘হেয়ারলাইন ফ্রাকচার’ ঠিক হওয়ার পথে। যদিও প্রস্তুতি ম্যাচে মাঠেই নামেননি তিনি। কিন্তু অনেকটাই ফিট এই ব্যাটসম্যান।
এক ভিডিও বার্তায় গণমাধ্যমে ডমিঙ্গো বলেন, ‘দেখুন, মুশফিক বেশ আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠবে। পুনর্বাসন খুব ভালো হয়েছে ওর। সবকিছু ঠিক পথে আছে বলেই মনে হচ্ছে। তাই আত্মবিশ্বাস আছে যে সে খেলবে। তামিম এখনও শতভাগ নিশ্চিত নয়। এখনও অনেক সংশয় আছে তাকে নিয়ে। ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে শিগগিরই।’
জিম্বাবুয়ের সঙ্গে এখন অব্দি ৯ সিরিজে ১৭ টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে দুই দলেরই জয় সমান ৭টি করে ম্যাচে।
Discussion about this post