ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারত সফরে এখন বাংলাদেশ। ঐতিহাসিক সেই সফরে বৃহস্পতিবারই একমাত্র সেই টেস্ট ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। টাইগারপ্রেমীদের চোখ নিশ্চয়ই থাকবে টেলিভিশনের পর্দায় কিংবা অনলাইনে।
টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দীপ্ত টিভি। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে খেলা সরাসরি দেখা যাবে।রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু বাংলাদেশ সময় সকাল দশটায়। মুশফিক-কোহলিদের খেলা হবে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি।
এছাড়া ইংরেজি ধারাভাষ্যসহ খেলা দেখাবে স্যাটেলাইট মাধ্যম স্টার স্পোর্টস।স্টার স্পোর্টস ওয়ানে ইংরেজি ধারাভাষ্য থাকবে। আর স্টার স্পোর্টস থ্রি সরাসরি খেলা দেখাবে হিন্দি ধারাভাষ্যে। স্টার স্পোর্টসের এইচডি ওয়ান ও এইচডি থ্রিতেও একই ভাবে খেলা প্রচার হবে। ইংল্যান্ডে স্কাই স্পোর্টস টুতে, অস্ট্রেলিয়ায় থাকলে ফক্স স্পোর্টস ফাইভ এ, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে উইলো স্পোর্টসে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দর্শক দেখতে পাবেন ওএসএন স্পোর্টস ক্রিকেটে, মালয়েশিয়ায় থাকলে অ্যাস্ট্রো ক্রিকেটে, সিঙ্গাপুরে থাকলে স্টার ক্রিকেটে। ভারতে থেকে শুধু অনলাইন স্ট্রিমিংয়ে খেলা দেখাবে হটস্টার।
Discussion about this post