তখন দ্রুত রান চাই বাংলাদেশের। জয় একেবারে মিশন ইমপসিবল নয়। ঠিক তখনই রান নিতে দ্রুত দৌড়েছিলেন তিনি। শেষ মুহুর্তে লাফিয়ে পড়ে ব্যাট প্লেস করতে গিয়েই বাধে বিপত্তি! নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার ইনিংসের ৩৯তম ওভারে রান নিতে গিয়ে পড়ে যান মুশফিকুর রহীম। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৪৮ বলে ৪২ রানে ছিলেন তিনি।
তারপর উঠে দাঁড়াতেই পারছিলেন না। অবশেষে মুশফিক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান। পরে আর ফেরা হয়নি। ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা জানালেন, ৪৮ ঘণ্টার পর মুশির চোটের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। টাইগার অধিনায়ক বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে ওর। আপাতত বরফ দিয়ে রাখা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। দুদিন পর পরিস্থিতি বুঝে স্ক্যান করা হবে।’
তবে নির্বাচকরা পরের দুই ওয়ানডের দলেও রেখেছেন মুশফিককে। যদি ২৯ ডিসেম্বর ম্যাচের আগে ফিটনেস সার্টিফিকেট না পান, তবে নুরুল হাসান সোহানকে দেখা যাবে একাদশে।
বলা দরকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে লড়াই।
Discussion about this post