ক্রিকবিডি২৪কম রিপোর্ট
পাকিস্তান সফর থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। নিরাপত্তার কারণে অনুমতি পাননি পরিবার থেকে। এরমধ্যে ইনজুরি কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে ফিরেছেন মুশফিকুর রহিম। ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। হয়েছেন জয়ের নায়ক।
সেই মুশফিক কি এবার পাকিস্তান সফরে যাবেন? এপ্রিলে অনুষ্ঠেয় একটি ওয়ানডে ম্যাচ ও একটি টেস্ট খেলতে তারওপর পরোক্ষ চাপ রয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এনিয়ে বারবারই কথা বলছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও চাইছেন আসন্ন টেস্টে তার থাকুন মুশফিক। তবে এই ইস্যুতে তার খুব বেশি জানা নেই। বলেন, ‘অধিনায়ক হিসেবে আমিতো সবসময় চাই- সাকিব ভাই পর্যন্ত আসুক। যদিও সেতা সম্ভব নয়। অবশ্যই আমি মুশফিক ভাইকে চাই পাকিস্তান সিরিজে।’ তবে এনিয়ে মুশফিকের সঙ্গে তার কথা হয়নি বলেও জানালেন, ‘না আমার সাথে ঐ ব্যাপারে কথা হয়নি।’
অধিনায়ক হয়ে প্রথমেই সফর করেন ভারত। এরপর পাকিস্তানে। দুই জায়গায় হার সঙ্গী হলেও হতাশ নন মুমিনুল। আর সিনিয়রদের কাছে বেশ সহযোগিতাই পাচ্ছেন মুমিনুল। মঙ্গলবার ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভারত সিরিজ থেকে যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমি সিনিয়রদের কাছ থেকে শতভাগ সমর্থন পাচ্ছি। আজ পর্যন্ত, সো ফার আমি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে খুব হ্যাপি। ইভেন আপনি যদি মাঠে ফিল্ডিং দেখেন, অফ দ্যা ফিল্ড অন দ্যা ফিল্ড আমি শতভাগ পাচ্ছি। ১০০ এর বেশিও বলা যায়।’
ঢাকা টেস্টে শতরান করে তামিম ইকবালকে ছুঁয়েছেন মুশফিক। নয়টি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি। যদিও তামিমের সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন তিনি। বলেন, ‘আপনারা জানেন তামিম ভাই ওয়ান অফ দ্যা বেস্ট ব্যাটসম্যান ইন দ্যা ওয়ার্ল্ড, তিন-চার- পাঁচ টা ওপেনারের একজন। তামিম ভাইয়ের সাথে আমার তুলনা কখনো হয়না। আর আমি ওভাবে তুলনায়ও যাইনা কখনো। দলের জন্য যতটুকু অবদান রাখা যায় সেটাই করার চেষ্টা করি, ভালো লাগে মাঝে মাঝে আল্লাহর রহমতে করতে পারি।’
Discussion about this post