আসছে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠার স্বপ্ন দেখছেন মুশফিকুর রহীম। লক্ষ্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই আয়োজনে কমপক্ষে চারটি ম্যাচে জয়। আর সেটা করতে পারলে শেষ আটে উঠা হয়ে যাবে বাংলাদেশের।
এমনিতে হিসেব বলছে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আফগানিস্তান ও স্কটল্যান্ড ছাড়া আরো দুটি দলকে হারাতে হবে।
মিরপুর শেরে বাংলায় মঙ্গলবার অনুশীলন শেষে মুশফিক যেমনটা বলছিলেন ‘আসলে শুরুর উপর অনেক কিছু নির্ভর করছে। প্রথম ম্যাচটা আমাদের ভাল খেলতেই হবে। তাতে আত্মবিশ্বাসটা চাঙ্গা থাকবে। আমার বিশ্বাস আমরা পারবো। নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারবো আমরা।’
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। ক্যানবেরায় প্রতিপক্ষ আফগানিস্তান।
‘এ’ গ্রুপে বাংলাদেশের এছাড়া লড়বে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। লড়াইটা বেশ কঠিন হবে তা আগেই বলে দেয়া যায়।
তবে প্রস্তুত বাংলাদেশ। মুশফিক জানাচ্ছিলেন ‘দেখুন, একই ম্যাচে চার-পাঁচজন পারফর্ম করতে পারলে ম্যাচটা আমাদের হয়ে যাবে।’
মুশফিকের ধারণা এবারের বিশ্বকাপে টার্ম কার্ড হতে পারেন স্পিনাররা। বলছিলেন, ‘আসলে আমাদের বড় শক্তি স্পিন। এটা দিয়েই আমরা হয়তো এগিয়ে যাবো।’
বিশ্বকাপ উপলক্ষ্যে এখন মিরপুরে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ।
Discussion about this post