টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের কথা জানান তিনি।
দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই তারকাকে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো সম্ভব হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অভিজ্ঞ ক্রিকেটারকে যথাযথ সম্মান জানানোর পরিকল্পনা করছে।
আজ মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘মুশফিক দেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপসহ নানা সময়ে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’
এদিকে, আন্তর্জাতিক ব্যস্ত সূচির মধ্যেই বাংলাদেশে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরে একটি সফরের আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘পাকিস্তান আমাদের জানিয়েছে, তারা বাংলাদেশ সফর করতে চায়। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে সিরিজের চূড়ান্ত সূচি নির্ধারণ হয়নি। সম্ভাব্য সময় হিসেবে জুলাই মাস বিবেচনায় রাখা হয়েছে।’
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে বিভিন্ন দেশের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন। ৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’
২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে। সেই সঙ্গে মুশফিকুর রহিমের বিদায় ও পাকিস্তান সিরিজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকেও নজর দিচ্ছে বোর্ড।
Discussion about this post