ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শুরু থেকেই দাপট ছিল তাদের। শেষটা ছন্দ হারালেও ঠিকই ফাইনালে পা রেখেছে চট্টগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকার বিপক্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম জিতল ৭ উইকেটে।
এই ম্যাচেও দাপট ছিল মুস্তাফিজুর রহমানের। এবার পেলেন ৩ উইকেট। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নেন দুটি। তােদর দাপটেই ১১৬ রানে থামে ঢাকা। এরপর জবাবে নেমে চট্টগ্রাম ৫ বল হাতে রেখেই নোঙর করে জয়ের বন্দরে।
টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ৮ ম্যাচের ৭টিতে জিতেছিল চট্টগ্রাম। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার কাছে হার মানে তারা। পরের সুযোগ ঠিকই কাজে লাগাল বন্দরনগরীর দলটি। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ খুলনা।
ম্যাচে মুশফিকের দল শুরুতেই সবাইকে চমকে দেয়। টস জিতে টুর্নামেন্টের আগের ২২ ম্যাচের ২১টিতেই টস জয়ী দল নেয় বোলিং। রাতের শিশিরে পরে বোলিংয়ের চ্যালেঞ্জ মাথা থেকে সরিয়ে রেখে আগে ব্যাট হাতে নামে। সিদ্ধান্তটা যে মুশফিকের ভাল ছিল না তার প্রমাণ মিলেছে ম্যাচ শেষের আগেই। ব্যাট হাতে ব্যর্থ ঢাকার ব্যাটসম্যানরা।
ঢাকার শেষ ৫ ব্যাটসম্যানের কেউ ৩ রান পেরোতে পারেননি। ১২ রানের মধ্যেই শেষ ৫ উইকেট!
অথচ এরপর সৌম্য সরকার-লিটন দাস ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। লিটনের ব্যাটে ৪৯ বলে ৪০। মোহাম্মদ মিঠুন ৩৫ বলে ৩৪। দল পায় সহজ জয়।
তবে ম্যাচের সেরা ৩ উইকেট শিকারি মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর-
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১১৬/১০ (সাব্বির ১১, মুক্তার ৭, নাঈম ১২, মুশফিক ২৫, ইয়াসির ২৪, আল আমিন ২৫, আকবর ২, রবি ৩*, নাসুম ০, রুবেল ২, শফিকুল ০; শরিফুল ৪-০-১৭-২, রকিবুল ৪-০-২৬-১, নাহিদুল ৪-০-১৫-১, মুস্তাফিজ ৪-০-৩২-৩, মোসাদ্দেক ৩-০-২২-১, সৌম্য ১-০-৩-১)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৯.১ ওভারে ১১৬/৩ (লিটন ৪০, সৌম্য ২৭, মিঠুন ৩৪, শামসুর ৯*, মোসাদ্দেক ২*; রুবেল ৪-০-১৯-০, রবি ৩-০-২৮-০, শফিকুল ৪-০-১৯-০, নাসুম ৪-০-১৭-০, মুক্তার ৩-০-২৮-১, আল আমিন ১.১-০-৪-১)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান।
Discussion about this post