ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিনকয়েক আগেই নিলামে বিক্রি হয়েছে মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাট। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা সেই ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। ২০ হাজার মার্কিন ডলার, মানে প্রায় ১৭ লাখ টাকায় বিক্রি হয়েছে সেই ব্যাট। খবর মিলল-মুশফিকুর রহিমের ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বগুড়ায় প্রথমদিন ৩০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার বগুড়া জিলা স্কুল মাঠে ও সদর উপজেলার শেখেরকোলায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দুর্যোগকালীন সময়ে এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
ব্যাট বিক্রির এই পুরো অর্থই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তায়। এর আগে মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। মানবতার ডাকে আর্ত মানুষের পাশে আছেন মুশি।
মুশফিকের পাশাপাশি নিলামে ব্যাট বিক্রি করেছেন সাকিব আল হাসানও। বিশ্বকাপে ঝড় তোলা ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। আবার করোনা তহবিলে জমা করতে মাশরাফি বিন মর্তুজা তার প্রিয় ব্রেসলেট নিলামে তুলেন। যা বিক্রি হয় ৪২ লাখ টাকায়।
Discussion about this post