ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বুধবার অনুশীলনে হঠাৎ করেই আঙুলে চোট পান মুশফিকুর রহীম। শুরুতে ধারণা করা হচ্ছিল এই উইকেটকিপার ব্যাটসম্যানের আঙুলে চিড় ধরেছে। তবে এক্স-রেতে দেখা যায় হাড়ে কোনো চিড় ধরা পড়েনি। তবে প্রচণ্ড ব্যথার কথা বলেছেন তিনি। ব্যথা না কমলে ঢাকা টেস্টে দেখা যাবে না তাকে। তাইতো শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া সেই লড়াইয়ে তার বিকল্প ভাবতে হয়েছে নির্বাচকদের।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকের সম্ভাব্য বিকল্প হিসেবে ডাক পেয়েছেন লিটন দাস। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বিসিএলের ম্যাচ খেলতে এই উইকেটকিপার ব্যাটসম্যান বগুড়ায় ছিলেন। সেই শহরে বসেই ডাক পেলেন তিনি। বৃহস্পতিবার সকালে উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছেন লিটন। শুক্রবার মাঠেও নামতে হতে পারে তাকে।
অবশ্য দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুনও উইকেট কিপিং করতে পারেন। কিন্তু টেস্টে স্পেশালিস্ট কিপারেই আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট। এ কারণেই লিটনকে জরুরী তলব। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানিয়েছেন। যদিও ব্যাটে রান নেই বলে জাতীয় দল থেকে বাদ পড়েন লিটন। এরপর ঘরোয়া ক্রিকেটে সাফল্য না পেলেও মুশফিকের চোটে ফের দলে ডাক পেলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
Discussion about this post