ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে নেই সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তামিম ইকবাল। এদিকে ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও লিটন দাস। বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম। তাকে নির্বাচকেরা বিশ্রাম দিয়েছেন বলে জানিয়েছেন। তবে মুশফিক বলছেন,টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। আজ সংবাদ সম্মেলনে ব্যাপারটি উঠলেও অধিনায়ক মাহমুদউল্লাহ এগিয়ে যেয়ে শুধু বললেন, মুশফিকের অনুপস্থিতি অনুভব করছেন।
সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘আমি এটুকু বলতে পারি যে আমি হয়তো মুশফিককে মিস করব।’
মুশফিকের বাদ পড়ার প্রক্রিয়া প্রসঙ্গে বেশ কয়েকবার মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হলেও তিনি ঘুরেফিরে একই উত্তর দিয়েছেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এ মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’
যে নতুন দলটি দেওয়া হয়েছে, সেটি নিয়েই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়তে চান মাহমুদউল্লাহ, ‘এটা ঠিক যে দলটি একেবারেই নতুন…দেখুন অভিজ্ঞতা সব সময়ই কাজে লাগে। সাকিব-মুশফিকরা থাকলে ওদের পরামর্শ সব সময়ই কাজে আসে এবং ওদের সঙ্গে খুব সহজেই মতামত ভাগাভাগি করা যায়। কিন্তু ওই জিনিসটা নিয়ে চিন্তা করে লাভ হবে না। আমার যতটুকু জ্ঞান আছে, ওইটুকই কাজে লাগানোর চেষ্টা করব।’
বিশ্বকাপ ব্যর্থতাকে পেছনে ফেলে এবার নতুন করে শুরু করতে চান মাহমুদউল্লাহ, ‘বিশ্বকাপ নিয়ে কথাই বলতে চাচ্ছি না। আমি এখন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ দিতে চাচ্ছি। যেটি অতীত, সেটি মনে আসতে দিলে বরং নেতিবাচক প্রভাব পড়বে।’
Discussion about this post