সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টের বাংলাদেশের ক্রিকেটারদের ‘স্লেজিং’ মানে বিরক্ত করার খেসারত দিলেন ড্যারেন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটারের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করল আইসিসি।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানায় সেন্ট লুসিয়া টেস্টে চতুর্থ দিনে ব্র্যাভো মাত্রাতিরক্ত স্লেজিং করেন। অথচ আম্পায়াররা সতর্ক করে দিয়েছেন তাকে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের কটূক্তি করতেই থাকেন তিনি।
ম্যাচ রেফারি রোশন মহানামা মাঠের আম্পায়ার স্টিভ ডেভিস ও রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার পিটার নিরোর আনা আনুষ্ঠানিক শুনানি করেন। তাতে ব্র্যাভো দোষী প্রমাণিত হন। এরপরই এই জরিমানা।
দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। তারও আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ জিতেছে ক্যারিবিয়রা।
Discussion about this post