ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা ভুলের মাশুল দিয়ে এক বছর থাকলেন ক্রিকেটের বাইরে। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব পেলেও তা জানান নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এ কারণেই একবছর ছিলেন ক্রিকেটে নিষিদ্ধ। হ্যাঁ, ছিলেনই বলতে হচ্ছে। ২৯ অক্টোবর থেকে মুক্ত তিনি।
ক্রিকেটে ফিরতে আর কোন বাধাই থাকল না বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের। সতীর্থরা ঠিক এমন সময়ে শুভেচ্ছায় সিক্ত করছেন সাকিবকে। তার সঙ্গে ফের মাঠে নামতে তর সইছে না অনেকেরই।
সাকিব ও মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শুরুটা প্রায় একইসময়ে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উঠে এসেছেন দু’জন। আবার জাতীয় দলেও খেলছেন দীর্ঘদিন ধরে। ১৫ বছরের নিবিঢ় পরিচয়! সম্পর্কটা বন্ধুত্বার চেয়েও বেশি কিছু। সাকিবের ফেরার সময়টাতে মুশফিক যেন ফিরে গেলেন কৈশোরে।
মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার রাতে লিখেছেন, ‘আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, সে সময়টা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। কত স্মরণীয় স্মৃতি জমা আছে আমাদের। আমরা ভালো সময়গুলো একসঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই আমরা।’
অবশেষে অপেক্ষা শেষ। ফের মাঠে ফিরতে কোন সমস্যা নেই সাকিবের। মুশফিক জানাচ্ছিলেন ‘একটা বছর শেষ হয়েছে, খুব ভালো লাগছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া ও জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে দেরি সইছে না!’
ফেসবুকে এই স্ট্যাটাসের সঙ্গে দু’জনের ক্রিকেট মাঠে স্মরণীয় কিছু মুহূর্তের ছবিও পোষ্ট করেন মুশফিক। যেখানে কমেন্টসে ভক্তরাও বন্দনায় মেতেছেন সাকিবের।
পেসার মুস্তাফিজুর রহমান তার ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’ রেস্তোরাঁয় সাকিবের সঙ্গে বসা একটি ছবি পোস্ট করে আঞ্চলিক ভাষায় ইমরুল কায়েস লিখেছেন, ‘এবার আইয়া পড়ো।’ মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘রাজা ফিরেছেন।’ লিটন দাস লিখলেন, ‘স্বাগতম কিংবদন্তি।’
দলের পেস বোলার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাকিব ভাই ফিরেছেন।’
উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাইকে স্বাগত। বাঘের মতো গর্জন শুনতে আর দেরি সইছে না!’ জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’
বলা দরকার, সাকিব এখন পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। ফিরে নভেম্বরে বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টেে খেলবেন তিনি। এরমধ্যে বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পাতাতে সএকটি ছবি পোষ্ট করে দুটো লিখলেন, টাইগার, টাইগার…।’
এর অর্থ গর্জন শোনাতে প্রস্তুত সাকিব আল হাসান।
Discussion about this post