এর আগেও তিনি ছিলেন আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়। তখন অবশ্য হতাশ হতে হয়নি। সেরাদের সেরাই হয়েছেন মুশফিকুর রহিম। কিন্তু এবার হলো না। তাকে পেছনে ফেলে আইসিসির মাস সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পেয়েই জিতলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। মে মাসে বাংলাদেশ সফরে দুই টেস্টে সেঞ্চুরি করে শ্রীলঙ্কান এই অলরাউন্ডার জিতে নিয়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন ম্যাথুজ।
শ্রীলঙ্কানদের বিপক্ষে সিরিজে দুটি শতক হাঁকিয়ে দ্বিতীয়বারের মতো সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন মুশফিক। যদিও তাকে টপকে সেরা হলেন ম্যাথুজ। কারণটাও সংগত বাংলাদেশের বিপক্ষে দলকে সিরিজ জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।
এমন অর্জনের পর ম্যাথুজ বলছিলেন, ‘আইসিসি পুরুষদের মাসসেরা খেলোয়াড় হতে পেরে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমি অভিনন্দন জানাতে চাই আসিথা ফার্নান্দো ও মুশফিকুর রহিমকে, যারা তাদের চমৎকার পারফরম্যান্স দিয়ে এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে সামনের দিকে ছিল। শ্রীলঙ্কার জনগণকে আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাই।’
ব্যাক্তিগত অর্জনে মুশফিক ছিলেন অনন্য। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেন তিনি। ম্যাচটিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। চাপের মুখে থেকে ষষ্ঠ উইকেটে লিটন দাসকে নিয়ে রেকর্ড ২৭২ রানের জুটি গড়েন। ঢাকায় পরের টেস্টেও স্রোতের বিপরীতে খেলে করেন শতক। থামেন ১০৫ রানে।
আসিথা ফার্নান্দো বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেট নেন। ঢাকায় দ্বিতীয় টেস্টে পান ১০ উইকেট। এটি বিদেশের মাটিতে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা।
দুই টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে আরেক লঙ্কান ম্যাথুজ হন সিরিজের সেরা। প্রথম টেস্টে ১৯৯ রানে আউট হন। দ্বিতীয় টেস্টে অপরাজিত ছিলেন ১৪৫ রানে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলে ভোট দেন তারা। নিবন্ধিত সমর্থকরা ভোট দিতে পারেন আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।
এদিকে সতীর্থ বিসমাহ মারুফ ও জার্সির ট্রিনিটি স্মিথকে হারিয়ে মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তুবা হাসান।
Discussion about this post