ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর মাঠে। এজন্য মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মুলতান সুলতানস। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন শান মাসুদের। তার নেতৃত্বেই পিএসএলের গত আসরে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল মুলতান। এবার তাকেই সরিয়ে দিয়েছে দলটি।
সম্প্রতি ব্যাট হাতে ফর্মের তুঙ্গে রয়েছেন রিজওয়ান।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। সেই সঙ্গে ম্যাককালামের পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তিন ফরম্যাটেই উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এজন্য তাকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মুলতান। দলটির কর্নধার আলমগীর তারিন অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম ঘোষণা করে বলেছেন, ‘মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান দলের হয়ে দারুণ নেতৃত্ব গুণ দেখিয়েছেন। সেই সঙ্গে খাইবার পাকথুনের হয়েও ঘরোয়া ক্রিকেটে দারুণ সামর্থ্য দেখিয়েছেন।’
তিনি আরও করেন, ‘আমরা দারুণ আনন্দিত শান মাসুদ গত মৌসুমে দারুণ ভাবে নেতৃত্ব দিয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে এবং দলের মধ্যে সে জয়ের মানসিকতা তৈরি করেছে।’
আগামী ২১ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের পিএসএল শুরু করবে মুলতান।
Discussion about this post