সময় যখন খারাপ যায়, তখন এমনই হয়। সব এলোমেলো, দিশেহারা অবস্থা। মুমিনুল হক যেন তার সেরা সময়টা পেছনেই ফেলে এসেছেন। ব্যাটে রান নেই। নেতৃত্ব দিয়ে পারছিলেন না। এখন নির্ভার হয়ে খেলতে নেমেও ফ্লপ! ব্যাটে-বলে এক করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ।
বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট বলে পরিচিত মুমিনুল। কিন্তু এখন একেবারেই রানে নেই। ব্যর্থ আরেকটি ইনিংসে। প্রথম ইনিংসের শূন্যর পর এবার মুমিনুলের ব্যাটে শনিবার মাত্র ৪ রান। তার আউটের ধরনটাও দৃষ্টিকটু। রাউন্ড দ্য উইকেটে খেলাটা বুঝি আর হয়ে উঠছে না তার।
সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন মুমিনুল হক। এ বছর মাউন্ট মঙ্গানুইতে ৮৮ রানের ইনিংসের পর থেকেই একের পর এক ব্যর্থ। সবশেষ ১২ ইনিংসে তুলেছেন ৭৮ রান! দশ ইনিংসে দেখা পাননি দুই অঙ্কের। সবশেষ টানা নয় ইনিংসে সর্বোচ্চ রান ৩৭।
এমনিতে ওয়েস্ট ইন্ডিজে আগেও রান পাননি মুমিনুল। ক্যারিয়ারের ৫৪ টেস্টের ৫টি খেলেন দ্বীপদেশগুলোতে। যার মধ্যে তার মোট সংগ্রহ ১৪২ রান। সর্বোচ্চ রান ৫৬। আরও একটা টেস্ট আছে সামনে। সেখানে সুযোগ কাজে না লাগাতে পারলে হয়তো জায়গাও হারাতে পারেন তিনি।
অথচ এক সময় টানা ১২ টেস্টে ফিফটির বিশ্বরেকর্ডের পথে ছিলেন। কিন্তু সেটা না হলেও মুমিনুল মানেই ছিল ব্যাটে রান। খেলে গেছেন দাপট। ৫৩ টেস্টে ৩৫২৫ রান করা ৩০ বছর বয়সী মুমিনুল ফের সুসময়ের দেখা পান এটাই টাইগার ভক্তদের প্রত্যাশা।
Discussion about this post