বাংলাদেশ–আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ম্যাচের লাগাম আরও শক্তভাবে নিজের হাতে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষেই ৩৬৭ রানের লিড ছিল লাল–সবুজদের।
শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সেই লিড নিয়ে গেছে পাঁচশ’র কাছাকাছি, দাঁড়িয়েছে ৪৯১ রানে। নির্ভার ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ইনিংসকে এগিয়ে নিয়েছেন অভিজ্ঞ দু ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
আজ মিরপুরে দিনের শুরুতে ১ উইকেটে ১৫৬ রানে ব্যাট শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত জুটি সাদমান ইসলাম ও মুমিনুল হক বেশিক্ষণ টিকতে পারেননি একসঙ্গে। ১১৯ বলে ৭৮ রান করা সাদমানকে ম্যাকব্রাইনের বলে বিদায় নিতে হয় দলের ১৭৩ রানের মাথায়। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও-৫ বলে মাত্র ১ রান করে জর্ডান নিলের শিকার হন তিনি। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও পরিস্থিতি সামাল দেন মুমিনুল ও মুশফিক।
দুই অভিজ্ঞ কাণ্ডারী সাবলীল ও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দলকে নিরাপদ পথে এগিয়ে নেন। ১৪৯ বলে তাদের জুটিতে এসেছে ১০৬ রান; আগের ইনিংসেও এই জুটি শতরান ছুঁয়েছিল। ৯২ বলে জুটির প্রথম পঞ্চাশ এলেও পরের পঞ্চাশ মাত্র ৫২ বলেই আসে, যা তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়েরই প্রমাণ। ওয়ানডে মেজাজে খেলে লাঞ্চে যাওয়ার আগ পর্যন্ত আয়ারল্যান্ডকে একটুও ম্যাচে ফিরতে দেননি তারা।
মুমিনুল হক সাবলীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে টানা দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন এবং সেঞ্চুরির প্রত্যাশা জাগিয়ে ১১১ বলে নয়টি চার মেরে ৭৯ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে মুশফিকুর রহিমও খেলেছেন দারুণ নিয়ন্ত্রিত ইনিংস; ৭০ বলে এক ছক্কা ও এক চারসহ করেন ৪৪ রান। তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশের সংগ্রহ লাঞ্চে দাঁড়ায় ৩ উইকেটে ২৮০।
চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ তুলেছে ২৯ ওভারে ১২৪ রান। সেশনের শেষ ১০ ওভারে এসেছে ৫৭ রান, যা ব্যাটারদের আত্মবিশ্বাস ও আধিপত্যেরই প্রতিচ্ছবি। সিরিজের শততম টেস্ট খেলতে নামা মুশফিক প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন; দ্বিতীয় ইনিংসেও ফিফটির পথে এগোচ্ছেন তিনি। অন্যদিকে মুমিনুল দুই ইনিংসেই ফর্ম ধরে রেখে দলের মধ্যভাগকে দুর্দান্তভাবে সমর্থন দিচ্ছেন।










Discussion about this post