অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে নেই মুমিনুল হক। ঢাকায় ২৯ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া দলে তার নামটা না দেখে বিস্মিত অনেকেই। ১৪ সদস্যের দল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে দল ঘোষণা করেন তিনি।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের তোপে পড়ে এক পর্যায়ে নান্নু বলেন, ‘আপনি এভাবে বললে তো হবে না, আমরা অনেক চিন্তাভাবনা করে দল সাজাই।’ মুমিনুল কেন প্রথম টেস্টের দলে নেই? এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রধান নির্বাচক বললেন, ‘সামগ্রিক পারফর্ম্যান্স বিবেচনা করে এই সিদ্ধান্ত। মুমিনুল জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত ৬ ইনিংসে মাত্র একটি ফিফটি করছে। তাকে বাদ দেয়া হয়েছে মূলত সামগ্রিক পারফর্ম্যান্সের কারণে।’
তবে মুমিনুলের ঘরের গড় ৬০’র কাছাকাছি। এ অবস্থায় কেন রাখা হল না। এবার নান্নু বলেন, ‘দেখুন তিন নম্বরে আমরা সৌম্য অথবা ইমরুলকে তার চেয়ে এগিয়ে রাখছি।’
শেষ পর্যন্ত অবশ্য মুমিনুলময় সংবাদ সম্মেলনে নান্নু বলতে বাধ্য হলেন, ‘তাকে হয়তো প্রথম টেস্টে রাখা হয়নি। দ্বিতীয় টেস্ট কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাকা হতে পারে।’ কে জানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২য় টেস্টে হয়তো দলে দেখা যেতে পারে মুমিনুলকে।
প্রথম টেস্টে অবশ্য মুমিনুল একা নন, বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। নেই রুবেল হোসেনও। তবে জায়গা মিলেছে অলরাউন্ডার নাসির হোসেনের।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, তাসকিন আহেমদ, নাসির হোসেন।
Discussion about this post