ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিলেট টেস্ট রীতিমতো দুঃস্বপ্ন হয়ে আছে। ব্যাট হাতে ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ! তারই পথ ধরে ১৫১ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কিন্তু সামনেই ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে শিষ্যদের পাশে আছেন কোচ স্টিভ রোডস।
সিলেট টেস্ট শেষ হয়েছে চারদিনে। এ অবস্থায় বুধবার ঢাকায় চলে এসেছেন বেশিরভাগ ক্রিকেটারই। মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তসহ অনেকেই থেকে গেছেন সিলেটে। সকালে স্টেডিয়ামে অনুশীলন করেন তারা। দলের ঐচ্ছিক অনুশীলনেও যোগ দেন। সেখানে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টে তাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন কোচ স্টিভ রোডস।
জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরে এখন চাপে দল। দল নিয়েও উঠেছে প্রশ্ন। গত কয়েক মৌসুম জাতীয় লিগে দুর্দান্ত খেলছেন তুষার ইমরান। কিন্তু এই অভিজ্ঞকে বিবেচনায় নিচ্ছেন না নির্বাচক। এ অবস্থায় রোডস বলেন, ‘জাতীয় দলের যারা জাতীয় ক্রিকেট লিগে খেলেছে তাদের মধ্যে শান্ত ১৮০ করেছে, লিটন দুশো করেছে, মুমিনুল সেঞ্চুরি করেছে, আরিফুলও ডাবল সেঞ্চুরি করেছে। কাজেই তারা অনেক রান করেছে। যাদের কথা বললেন (তুষার ইমরান) তাদের চেয়ে বেশি রান করেছে। তারা এ এখনসেরা খেলোয়াড়। সাকিব, তামিল না থাকলে এদের উপরই আমাদের ভরসা করতে হবে।’
ক্রিকেটারদের পাশে থাকাটাই যৌক্তিক মনে করছেন স্টিভ রোডস। টাইগারদের কোচ বলেন, ‘সবারই খারাপ দিন যায়। আপনারা কাজ করেন আপনাদেরও খারাপ দিন আসে। প্রথম ইনিংসের ব্যর্থতা নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি।’
কোচের বিশ্বাস ঢাকায় ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। রোডস আরো বলেন, ‘ছেলেরা ভুল শোধরাতে মুখিয়ে আছে। বাংলাদেশের ড্রেসিং রুমে আমি যেটা উপভোগ করি তা হচ্ছে দারুণভাবে ফিরে আসার মানসিকতা। খুব খারাপ অবস্থা থেকেও ফিরে আসার শক্তি রাখে সবাই। পরের টেস্টেই ওরা ফিরে আসবে।’
রোববার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Discussion about this post