ক্যারিয়ারের শেষ টেস্ট বলে কথা। কিছুটা যেন আবেগীও হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে মুমিনুল হকদের দেওয়া সম্মানে দারুণ খুশি রস টেলর। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়েই টেস্ট ক্রিকেটকে গুডবাই বলবেন এই কিউই কিংবদন্তি। তাই এই কিউই গ্রেটের বিদায়ের মঞ্চ হয়েই সেজেছে। দেশের হয়ে ১১২ টেস্ট খেলে থাকছেন তিনি।
সোমবার ব্যাট করতেও নামলেন টেলর। তিনি মাঠে নামতেই ক্রাইস্টচার্চের দর্শকসহ দাঁড়িয়ে তাকে সম্মানিত করলেন। গার্ড অব অনার দিল বাংলাদেশ দলও।
ক্যারিয়ারের শেষ টেস্টে খেলতে নেমে যে সম্মান পেলেন, তা সারা জীবন মনে রাখবেন রস টেলর। সোমবার ক্রিজে পা রাখার আগে গার্ড অব অনার পেয়ে অভিভূত টেলর ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে ২৮ রান করা এই কিংবদন্তি ইনস্টাগ্রামে লিখলেন, ‘আজ ক্রিজে পা রাখার সময় আমাকে যে সম্মানজনক মুহূর্ত উপহার দিয়েছে সেজন্যে বাংলাদেশকে ধন্যবাদ। এটা এমন একটা মুহূর্ত, যা আমি কখনোই ভুলবো না।’
কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে আউট হলে মাঠে পা রাখেন টেলর। তারপরই হ্যাগলি ওভালে শুরু হয় করতালি। টেলর মাঠে ঢুকতেই মুমিনুল-তাসকিনরা দাঁড়িয়ে পড়েন ক্রিজের পাশে এবং হাততালি দিয়ে স্বাগত জানান তাকে। বিদায়ী টেস্ট দিয়েই নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ড্যানিয়েল ভেট্টোরিকে স্পর্শ করেন টেলর (১১২টি)। টেস্টে ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এই ব্যাটসম্যানের।
গত ৩০ ডিসেম্বর টেলর জানিয়ে দেন- বাংলাদেশের বিপক্ষে সিরিজেই শেষবার টেস্ট খেলবেন তিনি। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলবেন টেলর!
Discussion about this post