টেস্ট স্পেশালিস্টই নেই টেস্টে
হতাশ করা ব্যাপারই। তিনিই বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্পেশালিস্ট। ৫ দিনের খেলায় তাকে ছাড়া গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দল ভাবাই যায়নি। অথচ সেই মুমিনুল হক কীনা নেই বাংলাদেশের একাদশে। তাও আবার ঘরে মাঠে। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।
বুধবার বাংলাদেশের অফিসিয়াল খেলোয়াড় তালিকায় ১৫ নম্বরে দেখা গেল মুমিনুল হকের নাম। দারুণ দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। এখন দলে ফিরতে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গেই ব্যস্ত মুমিনুল।
অথচ এই তিনিই মাস ছয়েক আগেও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক হয়েই যাওয়ার কথা ছিলঅ কিন্তু দৃশ্যপট পাল্টে গেলে সাধারণ ক্রিকেটার হিসেবেই যান সেই সফরে। আর দ্বিতীয় টেস্টে জায়গা হারান একাদশে। এবার ভারতের বিপক্ষে তার একাদশে নেই তিনি।
অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দারুণ রেকর্ড মুমিনুলের। এই মাঠে ১২ টেস্ট খেলে তার সেঞ্চুরি ৭টি। টেস্ট ক্যারিয়ারের বাকি ৪২ ম্যাচে সেঞ্চুরি মাত্র ৪টি। চট্টগ্রামের এই মাঠে ১২ টেস্টে মুমিনুরৈর ব্যাটিং গড় ৬৩.৪২। ক্যারিয়ারের বাকি ৪২ ম্যাচ মিলিয়ে গড় ৩০.৯৮। আর ৫৪ টেস্টে তিনি করেছেন ৩৫২৯ রান। ৩৪.১৪ শতাংশ রান করেছেন এখানে খেলে ১২ টেস্টে।
তবুও এখানে তিনি নেই। কারণ মুমিনুল ফর্মে নেই। সবশেষ ৯ ইনিংসে দুই অঙ্কের দেখা পাননি। সবশেষ ১৭ ইনিংসে ফিফটি মাত্র একটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেট, বিসিবি একাদশ, বাংলাদেশ ‘এ’ দল অনেক জায়গাতেই খেলেছেন। কিন্তু রান পাননি ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।
বয়স ফুরিয়ে যায়নি, জেদ থাকলে ঠিকই চেনা ছন্দে ফিরতে পারেন মুমিনুল হক সৌরভ।
Discussion about this post