ক্রিকবিডি২৪ডট কম ডেস্ক
আজীবন নিষেধাজ্ঞার যন্ত্রনা থেকে বাঁচতে চেয়েছিলেন দানিশ কানেরিয়া। এজন্য আবেদন করেছিলেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে। কিন্তু ডিসিপ্লিনারি প্যানেল তাকে মুক্তি দেয়নি। খারিজ হয়ে গেছে তার আপিল। আজীবন নিষিদ্ধই থাকলেন পাকিস্তানের সাবেক এই স্পিনার।
২০০৯ সালে কাউন্টি দল এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তিনি। পরে সেটা স্বীকারও করে নেন। পুরো ব্যাপারটি তদন্ত করে ইসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রমানিত হয় গড়াপেঠার সঙ্গে জড়িত ছিলেন কানেরিয়া। তদন্ত শেষে গতবছরের এপ্রিলে আজীবন নিষিদ্ধ করা হয় তাকে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে দেশটির কোন ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না কানেরিয়া। এর অর্থ ৬১ টেস্ট খেলে ২৬১ উইকেট নেওয়া ৩২ বছর বয়সী এ স্পিনারের ক্রিকেট অধ্যায় শেষ। কানেরিয়া জাতীয় দলের হয়ে ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট।
Discussion about this post