ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের সেপ্টেম্বরে একসঙ্গে প্রধান নির্বাচক ও হেড কোচের দায়িত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু এ দুই দায়িত্ব ঠিক পালন করতে পারছেন না তিনি। ব্যাপারটি বেশ ভালোয় বুঝতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে সাবেক এ অধিনায়কের উপর চাপ কমাতে শুধু মাত্র হেড কোচের দায়িত্ব দিতে চাইছে সংস্থাটি। ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পরই মিসবাহকে এ ব্যাপারে জানাবে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ডের এক উর্ধ্বতন কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।
ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সেই কর্মকর্তা বলেছেন জনপ্রিয় এক সাবেক পেসারকে নতুন প্রধান নির্বাচক বানানোর কথা ভাবছে পিসিবি, ‘পিসিবি এখন মনে করছে, মিসবাহর ওপর থেকে বাড়তি কাজের বোঝা কমিয়ে দেয়াই ভালো হবে। যাতে করে সে তার প্রধান কোচের দায়িত্বে ভালোভাবে মনোযোগ দিতে পারে। কেননা আগামী তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান সম্প্রতি ইংল্যান্ড গিয়ে দেখে এসেছে কীভাবে একইসঙ্গে দুই দায়িত্ব সামলাচ্ছেন মিসবাহ। ওয়াসিম তখনই মিসবাহর সঙ্গে কথা বলে রেখেছেন, দলের জন্য একজন প্রধান নির্বাচক নেয়ার ব্যাপারে।’
এবার একজন পেস বোলারকে পিসিবি প্রধানের দায়িত্ব দেয়া হবে। যিনি সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। এ ব্যাপারে একটা ধারণাও দিয়েছেন পিসিবির ঐ কর্মকর্তা, ‘মিসবাহকে দায়িত্ব দেয়ার সময় একটা সংশয় ছিল, একইসঙ্গে দুই দায়িত্ব পালন করতে পারবে কি না। এবার আমরা নতুন প্রধান নির্বাচক হিসেবে একজন সাবেক ফাস্ট বোলারকে দায়িত্ব দেয়ার কথা ভাবছি। যিনি সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
Discussion about this post