ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারত সফরে যেয়ে ভিসা জটিলতায় পড়েছিলেন সাইফ হাসান। অবশেষে নতুন ভিসা করিয়ে দেশে ফিরেছেন সাইফ হাসান। বুধবার রাতে লিটন দাস, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম আর মেহেদি মিরাজদের সঙ্গে ঢাকায় পা রাখেন তিনি।
এর আগে গত ২৪ নভেম্বর ভারত সফর শেষে দেশে ফিরেছিলেন চার ক্রিকেটার। তারা হলেন, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন ও মোস্তাফিজুর রহমান। এবার দ্বিতীয় দফায় আরও কয়েকজন ফিরলেন।
গেল সফরে কলকাতা টেস্ট খেলার সম্ভাবনা জেগেছিল সাইফের। শেষ পর্যন্ত চোটের কারণে খেলা হয়নি তার। তবে ভিসা জটিলতা কাটিয়ে দেশে ফেরায় আনন্দিত সাইফ। গত জুনে বিসিবি একাদশের হয়ে সফর উপলক্ষে ছয় মাসের ভিসা নিয়েছিলেন সাইফ। ওই ভিসাতেই গিয়েছিলেন জাতীয় দলের সঙ্গে ভারত সফরে।
২৪ নভেম্বর কলকাতা টেস্ট শেষ হওয়ার দিনই যদি ফিরতেন, তাহলে আর সমস্যায় পড়তে হতো না তাকে। একদিন পরে ফিরতে গিয়েই জটিলতায় পড়ে যান সাইফ। শেষ পর্যন্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যেই ভিসা হাতে পান।
আপাতত কোন আন্তর্জাতিক ব্যবস্ততা নেই। সেক্ষেত্রে ঘরোয়া টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। বিশেষ করে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। তার আগে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের।
Discussion about this post