ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘ ছয় বছর প্রেমের পর বৃহস্পতিবার প্রেমিকা রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিবাহবন্ধরে আবদ্ধ হয়েছেন মেহেদি হাসান মিরাজ। এরফলে এ ক্রিকেটার শুরু করলেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস।
বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে আকদ হয় মিরাজের। পারিবারিকভাবে ওই বিয়ে হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপ শেষে ঘটা করে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মিরাজ।
মিরাজের স্ত্রী রাবেয়া আখতার প্রীতি খুলনা বিএল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মিরাজের শ্বশুর বেলাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী।
১৯৯৭ সালে মেহেদি হাসান মিরাজের জন্ম খুলনায়। ২১ বছর বয়সী এ ক্রিকেটার জাতীয় দলে খেলছেন প্রায় তিন বছর। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ টেস্ট, ২৫ আন্তর্জাতিক ওয়ানডে আর ১৩ টি-২০।
এখন যেন বিয়ের মিছিল চলছে ক্রিকেটপাড়ায়। কিছুদিন আগে বিয়ে করেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। আগামীকাল বিয়ে করতে যাচ্ছেন জাতীয় দলের আরেক তরুণ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের হবু স্ত্রীর নাম শিমু। এই শিমু দূরের কেউ নন- মোস্তাফিজের মামাতো বোন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, আগামী ১৯ এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন টেস্ট ক্রিকেটের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুমিনুল হক। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
Discussion about this post