দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই যেন সবশেষ! লড়তেও পারল না বাংলাদেশ। অবশ্য চট্টগ্রাম টেস্টের ১ম ইনিংসে দল করেছিল ৩০৫ রান। তারপর অস্ট্রেলিয়াকে ১ম ইনিংসে ৩৭৭ রানে অলআউট করে আশা জাগিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা সেই আশায় জল ঢেলে দিলেন। ২য় ইনিংসে মাত্র ১৫৭ রান। তারপর ৮৬ রান তুলতে অবশ্য ৩ উইকেট হারাল অতিথিরা। তারপরও ৭ উইকেটের জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করল তারা।
এই হারের দিনে আক্ষেপ মেহেদী হাসান মিরাজের বোলিংটা করা হল না। করবেনই বা কী করে? তিনি যে চোট নিয়ে মাঠের বাইরে। ২য় ইনিংসে ব্যাট করার সময় অজি পেসার প্যাট কামিন্সের বলে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মিরাজ। তারপরও ব্যথা নিয়ই ব্যাটিং করেছেন। ১৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
তারপর ফিল্ডিংয়ে আর নামতে পারেননি তিনি। তাঁর জায়গায় ফিল্ডিং করেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরাজের চোট নিয়ে কিছু জানায়নি। শঙ্কার কথা হল কয়েকদিন পরই টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর। ২৮ সেপ্টেম্বর শুরু সিরিজের প্রথম টেস্ট। সেখানে এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ তারিখ শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Discussion about this post