আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে বসবে যুব বিশ্বকাপ। তারই জন্য বুধবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের অধিনায়ক হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ। তার ডেপুটি নাজমুল হোসাইন শান্ত।
২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও ফতুল্লার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলো। ১৬টি দেশ অংশ নেবে টুর্নামেন্টে।
বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। গ্রুপে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ২৭ জানুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, সাঈদ সরকার, মেহেদি হাসান, মোহাম্মদ আবদুল হালিম, সঞ্চিত সাহা, সালেহ আহমেদ শাওন, আরিফুল ইসলাম জনি এবং জাকির আলি অনিক
স্ট্যান্ডবাই: মুনিম শাহরিয়ান, মোসাদ্দেক হোসাইন সান, রিফাত প্রধান এবং কাজী অনিক ইসলাম।
Discussion about this post