বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। ওয়ানডে সুপার লিগের অন্তর্গত এই সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসছে লঙ্কান ক্রিকেট দল। বুধবার এই সিরিজের সফরসূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিবারাত্রির।
এর আগে ১৬ মে বাংলাদেশে এসে ১৮ মে পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে সফরকারীরা। ১৯ ও ২০ মে একাডেমি মাঠে অনুশীলন। ২১ মে একদিনের প্রস্তুতি ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এটি নিশ্চিত করেছে। ১৬ তারিখ ঢাকায় পা রেখে ১৮ তারিখ পর্যন্ত রুম কোয়ারেন্টাইন। এরপর দলের সবাই নেগেটিভ সনদ পেলেই অনুমতি মিলবে অনুশীলনের।
১ মে শ্রীলঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। টেস্ট দল ও আইপিএল খেলতে থাকা দুই ক্রিকেটার বাদে সবাই প্রস্তুতি ক্যাম্পে নাম লিখিয়েছেন। সামনেই রোজার ঈদ। একারণেই লম্বা অনুশীলনের সুযোগ নেই। ৯ মে পর্যন্ত চলবে অনুশীলন। তারপর ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরসূচি
তারিখ কার্যক্রম ভেন্যু
১৬ মে ২০২১ ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা জাতীয় দল
১৭ মে ২০২১ কোয়ারেন্টিন
১৮ মে ২০২১ কোয়ারেন্টিন
১৯ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি
২০ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি
২১ মে ২০২১ একদিনের প্রস্তুতি ম্যাচ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি
২৩ মে ২০২১ ১ম ওয়ানডে (দিবারাত্রি) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৪ মে ২০২১ অনুশীলন/বিশ্রাম বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি
২৫ মে ২০২১ ২য় ওয়ানডে (দিবারাত্রি) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৬ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি
২৭ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি
২৮ মে ২০২১ ৩য় ওয়ানডে (দিবারাত্রি) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৯ মে ২০২১ বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা
Discussion about this post