বল হাতে আগের ম্যাচের ধারাবাহিকতাটাই ধরে রাখলেন। বুঝিয়ে দিলেন মাঠের ক্রিকেটে সবসময়ই অপ্রতিরোধ্য তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও বল হাতে সাফল্য পেলেন সাকিব আল হাসান। রোববার এই বাঁহাতি স্পিনার আবাহনী লিমিটেডের বিপক্ষে তুলেন ৩ উইকেট। তারপরও অবশ্য মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী। মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিং করতে নেমে ধানমন্ডির ক্লাবটি ৭ উইকেটে তুলেছে ২৭৯ রান।
দুই ফেভারিটের ম্যাচে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ১৪ রানের জন্য অবশ্য শতরান পেলেন না এই ব্যাটসম্যান। ফিফটি করেছেন আফিফ হোসেন ধ্রুবও।
ম্যাচের শুরুতেই মাশরাফি সাফল্য এনে দেন রূপগঞ্জকে। নাঈম শেখকে (৬) ফিরিয়ে দেন তিনি। আরেক পেসার আল-আমিন শিকার করেন মাহমুদুল হাসান জয়কে (২২)। তারপর আফিফ ও শান্ত ১২৬ রানের জুটি গড়েন। আফিফকে বোল্ড করে এই জুটি ভাঙেন মুক্তার আলি। ৭২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন আফিফ।
তারপরই সাকিবের ম্যাজিক। প্রথম স্পেলে ৬ ওভারে উইকেটশূন্য তিনি। এরপর দ্বিতীয় স্পেলে ফিরে টানা দুই ওভারে ফেরান শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। শান্ত ৮৬ রানে আউট। মোসাদ্দেক ২৮। এরপর তৌহিদ হৃদয়কেও ফেরান সাকিব। শেষ দিকে সাইফ উদ্দিন ৩ ছক্কায় ৩০ করেন।
লিজেন্ডসদের অধিনায়ক মাশরাফি ৫৬ রানে তুলেন ১ উইকেট। সাকিব ৩ উইকেট নেন ৫৩ রানে। আল-আমিন ও মুক্তার নিয়েছেন একটি করে উইকেট।
লিগ পর্ব আর সুপার লিগ মিলিয়ে এ পর্যন্ত খেলা ১২ ম্যাচের ১১টিতে জিতে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপার লড়াইয়ে থাকা লিজেন্ড অব রূপগঞ্জের অর্জন ১৮ পয়েন্ট।
Discussion about this post