দ্বিতীয় মেয়াদে দ্বায়িত্ব পালন করতে ঢাকায় চলে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগের রাতে এসে বিশ্রামে ছিলেন। তবে পরদিন মঙ্গলবার সকালেই মিরপুর শেরেবাংলায় হাজির। সিডনি থেকে জিন্স, সাদা টি শার্ট আর মাথায় ক্যাপ পড়ে ঢাকায় এসেছিলেন। রাতের ঘুম শেষে সকালে একই পোশাকে মাঠে হাজির।
ছয় বছর পর পুরোনো ঠিকানায় হাথুরু। দুই বছরের জন্য তিনি ফের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ।
২০১৭ সালে বাংলাদেশ দলের চাকরি ছাড়েন হাথুরুসিংহকে। রাসেল ডমিঙ্গো চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর ফের তাকেই নিয়েছে বিসিবি। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে অনুশীলন করা তার সতীর্থরাও এদিন সাক্ষাত করলেন।
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বী, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেনরা দেখা করেন হাথুরুর সঙ্গে। সকাল ৯টায় পা রেখে ড্রেসিংরুম থেকে মাঠে যান হাথুরুসিংহে। যেখানে শান্ত, তামিম, সোহানের সঙ্গে দেখা হয়ে যায়। হাথুরুসিংহের সঙ্গে মাঠেই দেখা যায় স্পিন কোচ রঙ্গনা হেরাথের। কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে দেখা করে কথা বলেন তিনি।
৫৪ বছর বয়সী কোচ অবশ্য আনুষ্ঠানিকভাবে বুধবার মুখোমুখি হবেন গণমাধ্যমের। তার আগে নুরুল হাসান সোহান জানান কী কথা হলো হাথুরুর সঙ্গে, ‘আজ সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে। সবার সঙ্গে এসে কথা বলছে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে। বেশিরভাগই ওর পরিচিত, ও জানে। আমার কাছে যেটা মনে হয় একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া আছে, আশা করব যে এভাবে থাকব।’
Discussion about this post