তার তারকা খ্যাতি নিয়ে কোন প্রশ্নই চলে না। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা বলা হয় তাকে। সেই ক্রিকেটারটি পাতানো ম্যাচের সঙ্গে জড়িয়ে চলে গিয়েছিলেন নিষিদ্ধ অন্ধকারে। তিন বছর পর আবার ফিরেছেন। ফিরে সংগ্রাম করে যাচ্ছেন। সেই মোহাম্মদ আশরাফুল এবার রানের দেখাও পেলেন। তাও আবার প্রিয় সেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শতরান তুলে নিলেন আশরাফুল। টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান ১১০ বলে খেলে করেন ১১৫ রান।
শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। তার আগে রোববার বিকেলে অনুর্ধ্ব-১৯ দল নামলো দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলল। তাদের প্রতিপক্ষ মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন লাল-দলের।
অবশ্য অনুর্ধ্ব-১৯ দলের অন্তত ৫ জন বোলার খেলেন আশরাফুলের দলে। তার দল ব্যাট করতে নেমে ৫০ ওভারে তুলে ২২৪ রান। শতরান তুলে দারুণ খুশি অ্যাশ। বিশেষ করে মিরপুরের মাঠে এমন ইনিংসকে আলাদা করেই রাখছেন তিনি। এ বছরের আগষ্টে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। খেলছেন জাতীয় ক্রিকেট লিগে। এমন কী স্থানীয় লিগেও দেখা গেছে তাকে। তবে অন্য টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে তার।
Discussion about this post