ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বুধবার তিনি চলে গেছেন না ফেরার দেশে। আচমকা দুঃসংবাদ। চির বিদায় ডিয়েগো ম্যারাডোনার। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের জন্য শোকস্তব্ধ গোটা বিশ্ব। তিনি যে ফুটবল যাদুকর। বল পায়ের যাদুতে মুগ্ধ করেছেন গোটা কোটি মানুষকে। তার মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও।
তিনি যেন ফিরে এলেন মিরপুরের শেরেবাংরা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই মহাতারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচ শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, অফিসিয়াল, স্টাফ, কর্মকর্তা ও মাঠকর্মীসহ ও ভক্তরা স্তব্ধতায় স্মরণ করলেন ম্যারাডোনাকে।
মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করল গোটা স্টেডিয়াম। ঠিক তখনই মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে আসে ফুটবল ম্যারাডোনার ছবি। ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে মারাডোনার উল্লাসের ছবি। সঙ্গে লেখা, ‘স্মরণীয় হয়ে থাকবে তুমি।’
এই গ্রেটের বর্ণময় জীবনের ছোট ভিডিও দেখানো হয় মাঠের বড় পর্দায়। পর্দায় লেখা ওঠে ‘ম্যারাডোনা তোমাকে সব সময় মনে থাকবে।’
ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত দেশের ক্রিকেটারাও। বুধবার রাতেই ফেসবুকে শোকবার্তা দিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানরা। এমন কিংবদন্তির ভক্ত তো সবাই।
Discussion about this post