একেই হয়তো বলে, ‘এক ঢিলে দুই পাখি মারা।’ দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘সেনাপতি’ ছবির শুটিংয়ের বাংলাদেশে এসেছেন তিনি। পর্যটন শহর কক্সবাজারে শুটিংও করেছেন। যে ছবিটি কলকাতার রিংগো ব্যানার্জি ও বাংলাদেশের মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালনা করছেন। সেই শুটিং শেষে শনিবার রিয়া সেনকে দেখা গেল মিরপুরের শেরেবাংলায়।
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) রংপুর রাইডার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাইতো রাইডার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচটি দেখতে শনিবার মিরপুরের মাঠে আসলেন।
রংপুরের জার্সি গায়ে দলকে সমর্থন দিতে দিতে খেলা দেখেন।
পশ্চিম বাংলার অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এর আগে সিলেট রয়ালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন। অভিনয়কে পেশা হিসেবে নিলেও তেমন নাম ছড়াতে পারেন নি সুচিত্রে সেনের নাতনী।
Discussion about this post