মাঝে বেশ কয়েকটা দিন উত্তাল কেটেছে! মনে হচ্ছিল এই ঝড় বুঝি সহসা থামবে না। কিন্তু সাকিব আল হাসান ছুটি কাটিয়ে দেশে ফিরতেই সব শান্ত। বেট উইনারের সঙ্গে তার আলোচিত চুক্তি বাতিল। চুক্তি থেকে বেরিয়ে পেয়ে গেলেন বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব।
সেই স্বস্তির আমেজে রোববার মাঠে ফিরলেন সাকিব আল হাসান। ছুটে গেলেন মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের পর থেকে ছুটিতে ছিলেন তিনি। ছিলেন না জিম্বাবুয়ে সফরেও ছিলেন ছুটিতে। মাস খানেক বিরতির পর ফিরলেন মাঠে।
রোববার সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। একাডেমি মাঠে মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে দেখা গেল তাকে। ১১টার দিকে মূল মাঠে প্রবেশ করে তিনি।
২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। আগামী ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন!
এশিয়া কাপের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।
Discussion about this post