বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে এবার সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। দীর্ঘদিন ধরে ব্যাটসম্যানদের ভোগান্তি, কম স্কোরিং ম্যাচ ও ধীরগতির উইকেট নিয়ে চলমান আলোচনা এবার যেন আরও বাস্তবতা পেল তার কথায়।
গতকাল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেন, ‘টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রান হয় না, এমন পিচে খেলা উচিত না।’ শুধু অভিযোগ নয়, এর পেছনের কারণও ব্যাখ্যা করেছেন আকরাম, ‘বর্ষাকালে এমনিতেই উইকেট স্লো থাকে, তার ওপর মিরপুরে খেলা হয় সবচেয়ে বেশি। ফলে উইকেট দুর্বল হয়ে পড়েছে।’
আকরাম খানের মতে, এত বেশি চাপের মধ্যে দিয়ে গিয়ে মিরপুরের উইকেট কার্যত ক্লান্ত। তাই তিনি চান, ঢাকাকে কিছুদিনের জন্য বিশ্রামে রাখা হোক এবং বিকল্প মাঠগুলোতে খেলা বাড়ানো হোক। তিনি বলেন, ‘ঢাকার বাইরেও ভালো উইকেট আছে। আমরা সেসব জায়গায় খেলার চিন্তা করছি।’
তবে পুরোটা নেতিবাচক নয়। আকরাম মনে করেন, আগের তুলনায় কিছু উন্নতি হয়েছে, ‘৪-৫ বছর আগের তুলনায় এখন উইকেট ভালো। কিন্তু খেলাই এত বেশি হয় ঢাকায়, সেটাই আসল সমস্যা।’
বিসিবি ভবিষ্যতে ঢাকাকেন্দ্রিকতা কমিয়ে অন্য ভেন্যু ব্যবহারের পরিকল্পনা করছে, বিশেষ করে টি-টোয়েন্টির মতো হাইস্কোরিং ফরম্যাটে।
Discussion about this post