ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১. এক ম্যাচ আগেই নারী ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মিতালি রাজ।
২. মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও মিতালির। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করার রেকর্ড মিতালির।
৩. একমাত্র নারী ক্রিকেটার হিসেবে দুইশর বেশি ওয়ানডে খেলার রেকর্ড তার।
৪. ভারতের হয়ে নারী টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান মিতালির।
৫. সবচেয়ে কম বয়সে (১৬ বছর ২০৫ দিন) সেঞ্চুরি করার রেকর্ড তার।
সেই দাপুটে ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজ এবার নতুন উচ্চতায়। ভারতের জাতীয় নারী দলের অধিনায়কতার দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শুক্রবার দশ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন। যা কেবল ক্রিকেট বিশ্বে আছেন আর মাত্র একজনের।
ভারতের হয়ে ২১২তম ওয়ানডেতে এসে এ কীর্তি গড়েন মিতালি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজারি ক্লাবে পা রাখেন তিনি। ১০ টেস্টে ৫১ গড়ে মিতালির অর্জন ৬৬৩ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৪।
মিতালি টি-টুয়েন্টি খেলেছেন ৮৯টি। ৩৭.৫২ গড়ে করেছেন ২৩৬৪ রান। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে সফল তিনি, সাত সেঞ্চুরি ও ৫৪ ফিফটিতে একদিনের ক্রিকেটে ৬৯৭৪ রান তুলেছেন। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রহকারীর তালিকায় মিতালি রয়েছেন শার্লট এডওয়ার্ডসের পরে। সাবেক এই ইংলিশ ক্রিকেটার ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৭ হাফ সেঞ্চুরি ও ১৩ শতকে তুলেছেন ১০২০৭ রান।
৩৮ বছর বয়সী মিতালি তাকে টপকে চূড়ায় পা রেখেই হয়তো থামবেন!
Discussion about this post