খুশির খবরে উত্তাল দুই পরিবার। মা হচ্ছেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস সোমবার টুইটারে নিজেই এই খুশির খবর দিলেন। টুইটারে তিনি লিখেছেন, “#BabyMirzaMalik”। সেখানে তার স্বামী ক্রিকেটার শোয়েব মালিক লিখেন, “#MirzaMalik”। ভারত-পাকিস্তানের দম্পতির এ পোস্ট ভাইরাল হয়ে গেছে। আর ভাসছেন প্রশংসায়।
জানা গেছে তাদের সন্তান দু’জনেরই পদবি (মির্জা-মালিক) ব্যবহার করবে। আশা করা হচ্ছে, আগামী অক্টোবরেই নিজেদের প্রথম সন্তানের মুখ দেখবেন সানিয়া আর শোয়েব মালিক।
আর এ অবস্থায় খেলা থেকে নিজেকে সরিয়ে রাখছেন সানিয়া। তিনটি ডাবল গ্র্যান্ড স্ল্যামের জেতা এই টেনিস তারকা হাঁটুর চোট নিয়ে গত অক্টোবর থেকে কোর্টের বাইরে। ৩১ বছর বয়সী এই টেনিস গ্ল্যামার হারিয়েছেন ডাবলসের নাম্বার ওয়ান পজিশন। সন্দেহ নেই দির্ঘ সময়ের জন্যই এখন কোর্টের বাইরে চলে গেলেন তিনি।
২০০৯ সালে পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বাগদান হয়েছিল সানিয়ার। ২০১০ হায়দরাবাদে জাঁকজমকপূর্ণভাবে সানিয়াকে বিয়ে করেন শোয়েব। তাদের বিয়ে নিয়ে বেশ সরগরম হয়ে গিয়েছিলেন দুই দেশের ভক্তরা।
তারপর সানিয়া-শোয়েব অবশ্য ভারত কিংবা পাকিস্তানে নয়, থাকছেন ভিন্ন এক দেশে। পরে দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পেতেছেন দু’জন। সেখানেই কাটছে তাদের সময়। খেলা না থাকলে দুবাইয়েই থাকেন তারা।
Discussion about this post