ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফর থেকে ফিরে কিছুতেই মন ভালো যাচ্ছিলো না মুস্তাফিজুর রহমানের। ঠিক সে সময় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিয়ের সিদ্ধান্ত নেয় কার্টার মাস্টারের পরিবার। শেষ পর্যন্ত শুক্রবার মায়ের পছন্দে মামাতো বোনকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেনসেশন।
শুক্রবার জুম্মার নামাজের পর কনে সুমাইয়া ইয়াসমিন শিমুর পিতার বাড়ি সাতক্ষীরার দেবহাটার হাদিপুরে বিয়ে সম্পন্ন হয় মোস্তাফিজের। অনেকটা ঘরোয়া পরিবেশে কবুল বলেন ফিজ। বিয়ে উপলক্ষে উভয় পরিবারে চলছে উৎসবের আমেজ। বিয়ের আসরে মুস্তাফিজকে দেখা যায় টোপর ছাড়া সাধামাঠা পরিবেশে একটি পাঞ্জাবি গায়ে।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার আবুল বাশার বিবাহের কাজ সম্পন্ন করেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মো. আবুল কাশেম গাজীর ছেলে মুস্তাফিজুর রহমানের সাথে দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের রওনাগুল ইসলাম বাবলুর মেয়ে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া ইয়াসমিন শিমুর বিয়ে পাঁচ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে সম্পন্ন হয়েছে।’
বিয়ের ব্যাপারে মুস্তাফিজ সংবাদমাধ্যমে কোন কিছুই বলেননি। তবে তার বড় ভাই মিঠু সংবাদমাধ্যমে বলেন, ‘নিউজিল্যান্ডের ওই ঘটনার পর বাড়িতে এসেও ওর (মুস্তাফিজ) মন অনেক খারাপ ছিল। সে কারণেই আমার বিয়ের সিদ্ধান্ত নেই।’
আপাতত ছোট পরিসরে বিয়ে করলেও আগামী বিশ্বকাপের পরই বড় আয়োজনে বউ ঘরে তুলবেন মোস্তাফিজ। এমনটাই জানিয়েছেন তার বড় ভাই।
Discussion about this post