ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৬ সালের অক্টোবরে চমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের মায়ের নামের জার্সিতে খেলতে নামে ভারতীয় দল। মাকে সম্মান জানাতে এমন উদ্যোগ নিয়েছিল ভারতীয় দলের তখনকার স্পন্সর স্টার স্পোর্টস। এবার বাংলাদেশেও দেখা মিলবে এমন অভিনব উদ্যোগের। মায়ের সম্মানে চমকপ্রদ এক উদ্যোগ নিয়েছে রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটি বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবেন মায়ের নামে জার্সি পরে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জার্সিতে লেখা আছে ‘মিনারা’। দলের সহ অধিনায়ক সৌম্য সরকারের জার্সিতে ‘নমিতা’! এই নামগুলো তাদের অস্তিত্বে জড়িয়ে আছে। তাইতো দলের এই উদ্যোগে খুশি মেহেদী হাসান মিরাজ। বললেন, ‘মায়ের নাম নিয়ে খেলাটা হবে আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। মায়ের জন্য কিছু করাটা সব সময়ই বিশেষ কিছু। আমরা ম্যাচটা জিততে চাই আর সেই জয়টা মায়েদের উৎসর্গ করতে চাই।’
সৌম্য সরকারও খুশি। বিপিএলের ম্যাচে মাকে সম্মান জানানোর এই সিদ্ধান্তের পর তিনি বলেন, ‘আমাদের দেশে এমন ঘটনা এবারই প্রথম ঘটল। আমরা আমাদের মায়েদের প্রতিটি ম্যাচ উৎসর্গ করতে চাই।’
রাজশাহী কোচ ল্যান্স ক্লুজনার। দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে মা আমার কাছে বিশেষ একজন। আমরা অনেকেই প্রায়ই মায়েদের ভুলে যাই। আশপাশের অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সবাইকে বলবো দিনে অন্তত একবার মায়ের সঙ্গে কথা বলতে। তিনি আমাদের জন্য তাদের ভূমিকার ব্যাপারটা ভেবে দেখতে বলবো।’
Discussion about this post