ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাকে নিয়ে আবার কোন দিবস হয় নাকি? মা তো প্রতিদিনের প্রতি মূহুর্তের শ্রদ্ধা, ভালবাসার সঙ্গী। তারপরও মায়ের জন্য আছে বিশেষ দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার। সেই দিনে শ্রদ্ধায় অনেকেই মনে করলেন মায়ের অবদান। করোনাভাইরাসের এ সময়ে গৃহবন্ধী বাংলাদেশের ক্রিকেটাররাও এই দিবসের আয়োজনে সামিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানালেন শুভেচ্ছা। এরমধ্যে আছেন সাকিব আল হাসানও। যিনি এখন আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
সাকিব লিখেছেন, ‘আমাদের মায়েরা ছোটবেলা থেকে সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদের ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনাভাইরাসের এ মহামারি চলাকালীন সময়ে তাদের যত্ন নেওয়া তাই আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।’
মুশফিকুর রহিম ভিন্নভাবে এইদিনে শ্রদ্ধা জানালেন। তার ভালবাসায় উঠে এসেছে তিনজন নারী। একজন তার জন্মদাত্রী মা। আরেকজন শাশুড়ি মা। অন্যজন তার সন্তানের মা, মানে স্ত্রী। তিনি এই ছবি দিয়ে লিখেছেন, ‘সকল মায়ের প্রতি ভালোবাসা থাকল। এটা বলে বোঝানো যাবে না, প্রতিদিন তারা তাদের পরিবারের জন্য কী পরিমাণ ত্যাগ স্বীকার করে। মা দিবসে সকল মা-কে শুভেচ্ছা। আমাদের জীবনের সেরা আর্শীবাদ।’
ওপেনার লিটন কুমার দাস তার মায়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা।’
সাব্বির রহমান মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা। মাকে কতটা ভালোবাসি সেটা কোনও শব্দ দিয়েই প্রকাশ করা যাবে না। সকল মায়েদের মঙ্গল হোক।’ ক্রিকেটার সাদমান ইসলাম তার মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি মার্দাস ডে।’
Discussion about this post