ক্রিকবিডি২৪. ডেস্ক
তারকা দম্পতির সন্তান বলে কথা! তাকে নিয়ে আগ্রহটা তো থাকবেই। আলোচনাতেই থাকছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পুত্র সন্তান ইজহান মির্জা মালিক। ওর বয়স মাত্র ২। তারওপরও মায়ের কাছে পড়তে বসে পড়েছে!
ট্রাফিক লাইট নিয়ে পড়াশোনা করছে ইজহান। শিখছে লাল, সবুজ, কমলা লাইটের মানেটা কী! মায়ের প্রশ্নের উত্তরে সুন্দর করে জবাবও দিচ্ছে শোয়েব পুত্র। মা টেনিস তারকা সানিয়া মির্জার ক্লাসে দারুণ মনোযোগী।
ছেলেকে ট্রাফিক লাইট নিয়ে পাঠ দেওয়ার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া। যেখানে সানিয়া জানাচ্ছেন- বাচ্চা বয়সেই ট্রাফিক লাইট সম্বন্ধে শেখানো ভাল!
ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একটি বোর্ড হাতে মা সানিয়া প্রশ্ন করছেন, গ্রিন মানে কি?
ইজহান ভাঙা শব্দে উত্তর দিচ্ছে- গ্রিন মানে গো!
সানিয়া ফের জানতে চান, অরেঞ্জ মানে কি?
ইজহান উত্তর দিচ্ছে- প্লিজ ওয়েট!
এ ভাবেই মায়ের প্রশ্নের সব উত্তরের সঠিক দিয়েছে ছোট্ট ইজহান!
মা-ছেলের এই ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়! সবার মন জয় করে নিয়েছে ইজহান।
অনেকেরই জানা-২০১০ সালে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে সংসার পাতেন সানিয়া। এরপর ২০১৮ সালের অক্টোবরে তাদের ঘরে জন্ম নেয় ইজহান। সন্তান জন্মের পর ২৩ কেজি ওজন বেড়ে গিয়েছিল সানিয়ার। এরপর ২৬ কেজি ওজন কমিয়ে নেমে পড়েন কোর্টে। খেলাটা চালিয়ে যাচ্ছেন তিনি। আর শোয়েব মালিকও ব্যস্ত ক্রিকেটে!
Discussion about this post