ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে একের পর এক হেরেই চলেছে বাংলাদেশ। এজন্য সফরকারীরা কখনও দায়ী করেন নিজের ব্যাটিং। আবার কখনও বোলিং-ফিল্ডিংকে। সেই পুরনো চিত্রই রোববার আবারও ফুটে উঠল টাইগার শিবিরে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা হেরেছে ৬৬ রানের বড় ব্যবধানে। এজন্য অধিনায়ক মাহমুদউল্লাহ দায়ী করলেন ব্যাটিংকে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার হেরে মাহমুদউল্লাহ বলেন, ‘আবারও নিজেদের সর্বনাশ আমরা আবারও ডেকে এনেছি ব্যাটিংয়ের কারণে। আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়েছি, রান রেট সাতের নীচে ছিল। একেরপর এক উইকেট হারালে, আমার মনে হয় এভাবে হবে না। আমাদের দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে। ’
বোলাররা ভাল বোলিং করেছে। যে কারণে ভাল সুযোগ ছিল জেতার। কিন্তু যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো ছয় হওয়াতে রান বেশি হয়েছে। এমনটাই মনে করেন মাহমুদউল্লাহ, ‘আমাদের সুযোগ ছিল বাউন্ডারিতে, কিন্তু সেটি ছয় হয়ে যায়। আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিস ফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে। ১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেত। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারানো ম্যাচ জেতায় কোনো সাহায্য করে না, যা আমরা বারবার করছি। একটা ইতিবাচক দিক আমি নিতে চাই, যে ইন্টেন্টটা ছিল, যা দেখতে পাওয়াটা ভালো ছিল। টি-টোয়েন্টিতে ১০০-১২০ রানে অল আউট হতেই পারেন। কিন্তু অন্তত আপনি যদি দেখাতে পারেন যে আপনি জিততে চান, তাহলে আমাদের সুযোগ থাকতেও পারে।’
ম্যাচ হারলেও অভিষিক্ত নাসুম আহমেদকে প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ। এদিকে এ তারকার বাহবা পেয়েছেন আফিফ ও নাঈম শেখ। আগামী দিনে তাদের মধ্যে তিনি দেখছেন দারুণ সম্ভাবনা।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এটি তরুণদের জন্য ভালো একটি সুযোগ, বিশেষ করে নাইম শেখ, আফিফ, সঙ্গে দুজন অভিষিক্ত ছিল আজকে তাদের জন্য। এটি তাদের জন্য সুযোগ বিশ্বকে দেখানোর, তারা কতটা ভালো। আমরা হয়ত সব সময় সব অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে পাবো না, কিন্তু আমাদের সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে। কাউকে এগিয়ে আসতে হবে এবং দেখাতে হবে যে সে বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম।’
Discussion about this post