ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম প্রস্তুতি ম্যাচটা ঠিক কাজে লাগাতে পারেন নি সাকিব আল হাসান। ব্যাট-বল দুটোতেই ব্যর্থ এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে হতাশা নিয়েই মাঠ ছাড়েন সাকিব। তবে মাহমুদউল্লাহ রিয়াদ খেললেন ৫১ রানের দারুণ এক ইনিংস। ৪ উইকেট পেয়েছেন পেস বোলার হাসান মাহমুদ।
বল হাতে উইকেট পাননি সাকিব। এরপর ব্যাট হাতে ৯ রান তুলে রান আউট। ম্যাচে নাঈম শেখ ৪৩ ও আফিফ হোসেন ৩৫ রান তুলেছেন। মুশফিকুর রহিম ও তামিম ইকবাল দুজনের ব্যাটেই ২৮ রান।
চারদিনের প্রস্তুতি শেষে বিকেএসপিতে অনুশীলন ম্যাচে ২২ জন ক্রিকেটার তামিম ইকবাল একাদশ ও মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ নামে খেলেছে ৪০ ওভারের ম্যাচ। দিনশেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহর দল। আগে ব্যাটিং করে নির্ধারিত ৪০ ওভারে তামিম ইকবাল একাদশ অলআউট হয়ে তুলে মাত্র ১৬১ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩৬.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মানে বিকেএসপিতে ১৯ বল হাতে রেখে দলকে জয় এনে দেন মাহমুদউল্লাহ। তিনি অপরাজিত থাকেন ৫১ রানে।
শনিবার বিকেএসপির মাঠেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এরপরই ২৪ জনের প্রাথমিক স্কোয়াড ১৬ জনে।
সংক্ষিপ্ত স্কোর-
তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১ (তামিম ২৮, লিটন ২, শান্ত ২৭, মিঠুন ১৬, সৌম্য ২৪, আফিফ ৩৫, মেহেদি ১, সাইফ উদ্দিন ৭*, নাসুম ২, রুবেল ০, মুস্তাফিজ ৯; আল আমিন ৮-০-৩২-২, শরিফুল ৭.১-১-২৭-২, সাকিব ৬-১-৩১-০, হাসান ৬-১-২১-৪, তাইজুল ৫-০-২৭-০, মিরাজ ৫-১-১৫-১)।
মাহমুদউল্লাহ একাদশ: ৩৬.৫ ওভারে ১৬২/৫ (নাঈম শেখ ৪৩, ইয়াসির ৩, সাকিব ৯, মুশফিক ২৮, মাহমুদউল্লাহ ৫১*, মোসাদ্দেক ৩, মিরাজ ১৩*; সাইফ উদ্দিন ৬-০-২৯-১, রুবেল ৮-০-৩৫-০, মুস্তাফিজ ৮-১-৩৮-১, মেহেদি ৬-০-১৬-১, নাসুম ৮-০-২৯-১, সৌম্য ০.৫-০-৮-০)।
Discussion about this post