মাশরাফি বিন মর্তুজা অনন্য, অপ্রতিরোধ্য, অসাধারণ! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ঝড় তোলার পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আরও ভয়ঙ্কর। কোন রান আপ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল করে আগুণ ঝরালেন! তার বোলিং তোপে তছনছ হয়ে গেলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়কের ম্যাজিকে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতলো ১০ উইকেটে।
প্রতিপক্ষকে মাত্র ৮০ রানে অলআউট করে মাত্র ৩৪ মিনিটে ১০ উইকেটে জয় তুলে নিল লিজেন্ডসরা। এটিই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগ ইতিহাসে সবচেয়ে দ্রুততম জয়ের রেকর্ড। মাশরাফির হাত ধরে নতুন উচ্চতায় রূপগঞ্জ।
সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফির ৫ উইকেটে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায় ইমরুল কায়েসের মোহামেডান। জবাব দিতে নেমে ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পা রাখে গত লিগের রানার্স আপ দল। জয়ের নায়ক ক্যাপ্টেন মাশরাফি।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাশরাফি নিয়েছেন ৫ উইকেট। তার বোলিং ফিগারটা ইর্ষণীয় ৮.৪-৩-১৭-৫! লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো ৫ উইকেট নিলেন ম্যাশ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ড এখন মাশরাফির। ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ডটি গড়লেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সফলতম বোলার।
রোজার দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে মোহামেডান। তার পরের সময়টুকু শুধু রূপগঞ্জের। প্রতিপক্ষে সৌম্য সরকার যা একটু লড়াই করেন। ২৬ বলে ৪১ রান। অধিনায়ক ইমরুল কায়েস ৩২ বলে ১১ রান। অন্যদের দাঁড়াতেই দেননি মাশরাফিরা। মাত্র ৮০ রানেই শেষ মোহামেডান।
মাশরাফি বিন মর্তুজা ৮.৪ ওভার বোলিং করে ৩টি মেডেনের সঙ্গে ১৭ রান দিয়ে তুলেন ৫ উইকেট। ইনফর্ম চিরাগ জানি ২০ রানে ২টি, নাঈম ইসলাম জুনিয়র ১৩ রানে ২টি আর সোহাগ গাজী শিকার করেন ১ উইকেট। এরপর নেমে মুনিম শাহরিয়ার ২৯ বলে ৩০ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে করেন ৪৪ রানে চটজলদি জয়ের বন্দরে পা রাখে লিজেন্ডস অব রূপগঞ্জ।
চলতি লিগে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার শিরোনা পুনরুদ্ধারের মিশনে লড়ছে মাশরাফি বিন মর্তুজার দল।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান : ২২.৪ ওভারে ৮০/১০ (সৌম্য ৪১, ইমরুল ১১, মাশরাফি ৫/১৭, নাঈম ২/১৩, চিরাগ ২/২০, সোহাগ ১/১৬)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৮.২ ওভারে ৮৪/০ (মুনিম ৩০, ইমন ৪৪, কামরুল ইসলাম রাব্বি ০/১৩)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post