ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত দুই বছর ধরেই মাশরাফি বিন মর্তুজাকে কাছ থেকে দেখছেন তিনি। এই সময়ে তার সাফল্য আর সাফল্যের ক্ষুধা দেখে মুগ্ধ কোর্টনি ওয়ালশ। জাতীয় ক্রিকেট দলের এই বোলিং কোচ কাছ থেকে দেখছেন জাতীয় দলের আরেক প্রতিভা মুস্তাফিজুর রহমানকেও। দু’জনের বন্দনায় মাতলেন কোচ।
কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ দুঃসসময় কাটিয়ে আবারো চেনা পথে ফিরেছেন। হারানো ছন্দের দেখা মিলেছে। তাকে নিয়ে শনিবার ওয়ালশ বলছিলেন, ‘মুস্তাফিজ ভালোভাবেই এগোচ্ছে। অবশ্যই যে জায়গাটায় থাকা উচিত, এখনও সেখানে যেতে পারেনি। আমার মনে হয়, এই সফরটি মুস্তাফিজের জন্য খুব ভালো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে সে ভালো করেছে। ইনজুরিগুলো যদি দূরে থাকে, সে কেবল আরও ভালোই হবে। কারণ সে স্পেশাল প্রতিভা, তার স্কিলও স্পেশাল।’
মুস্তাফিজের বোলিংয়ের চাপ কমানো প্রসঙ্গে কোর্টনি ওয়ালশ বলেন, ‘ভালোই বোলিং করছে ও। আমি চাইব ওর সঙ্গে স্কিল বাড়ানো নিয়ে আরেকটু কাজ করতে। ইনজুরির কারণে সেই কাজ করার সুযোগ পুরোপুরি পাইনি। আশা করছি, এশিয়া কাপের সময়টায় কিছু কাজ করতে পারব। ওয়ার্কলোডের কথা বললে, সে এমন একজন যে জানে তাকে কি করতে হবে। স্রেফ সে ফিট থাকলেই হয়।’
ওয়ালশের সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এর আগে দলকে টেস্টে উন্নতি করাতে কাজ করছেন তিনি। জানালেন, ‘টেস্টে আমরা ততটা উন্নতি করিনি। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে কিছুটা হয়েছে। তবে দলে তরুণ কয়েকজন বোলার উঠে এসেছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে আমাদের পারফরম্যান্স এতটাই হতাশাজনক ছিলো যে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি। তবে আমার মেয়াদ শেষ হওয়ার আগে আশা করছি আরও কয়েকজন প্রতিভাবান পেসার পাব।’
Discussion about this post