ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভেসে উঠেছে সেই চেনা সুর- ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ! ফের এসেছে ঈদ উল ফিতর। সোমবার এই উৎসবে মাতবে গোটা জাতি। তবে করোনাভাইরাসে কারণে এবার ভিন্ন দৃশ্যপট। গৃহবন্ধী অনেকেই। আনন্দও ম্লান। এ অবস্থায় অন্যরকম এই ঈদ পরিবারের সঙ্গে ‘বিশেষভাবে’ কাটানোর আহ্বান জানালেন মাশরাফি বিন মর্তুজা।
তারকা ক্রিকেটার মাশরাফি বলেন, ‘দেখুন, কঠিন একটা পরিস্থিতিতে ঈদ উদযাপিত হবে। ঈদটা অন্য সব ঈদের মতো নয়। আমাদের সবার জন্য এটা গ্রেট সুযোগ। একসঙ্গে ঘরে থেকে উদযাপন করার। বেঁচে থাকলে, সবাই সুস্থ থাকলে সামনে অনেক সুযোগ আসবে বাইরে বেড়ানোর।’
একইসঙ্গে বয়োজ্যেষ্ঠদের সময় দেওয়ার দারুণ সুযোগও মনে করছেন মাশরাফি। তামিম ইকবালের লাইভ শোতে তিনি বলেন, ‘এই সময়টা বাসায় যারা মুরুব্বি আছেন, তাদেরকে আমরা সময় দিতে পারি। তাদের ঈদটা যেন স্পেশাল হয়ে ওঠে। ঈদের দিন তো মুরুব্বিরা তরুণদের কাছে পায় না। এবার সুযোগ তাদেরকে ছোটবেলা ফিরিয়ে দেওয়ার। আমি সবাইকে ঘরে থাকার অনুরোধ করব। সবাইকে ঈদ মোবারক।’
জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মুশফিক বলেছেন, ‘এটা একটা বিশেষ ঈদ। মাশরাফি ভাইয়ের মতো আমিও বলব সবকিছু মেনে যেন আমরা ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দিন আর বাসায় থাকুন, ঈদ মোবারক।’
Discussion about this post