ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই বল হাতে ম্যাজিক দেখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো তুলে নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন জেমকন খুলনার জয়ের নায়ক। এখন প্রশংসায় ভাসছেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
মঙ্গলবার অনুশীলনের ফাঁকে খুলনার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘মাশরাফিকে নিয়ে বলার কিছু নেই। মাশরাফি ইজ মাশরাফি। এতদিন পরে এসে এরকম পারফরম্যান্স, পাঁচ উইকেট নেওয়া। তার পড়ন্ত বেলায় (ক্যারিয়ারের) এমন পারফরম্যান্স আমাদের দলের জন্য অনেক উপকার হয়েছে। আমরা তাকে লটারিতে পেয়েছি, তাকে পেয়ে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আরো বেশি ভাল হয়েছে।’
এবার ফাইনালে লড়বে মাশরাফির দল। তবে দল যেভাবে শীর্ষ দুইয়ে উঠে এসেছে তাতে খুশি নন কোচ। বলেন, ওভারঅল টিম অনুযায়ী পারফরম্যান্স যদি বলি সন্তুষ্টির জায়গা থেকে ওরকম সন্তুষ্ট না। ফাইনাল আমরা খেলছি। সেমিফাইনালে এসে এরাই (জেমকন খুলনার ক্রিকেটাররা) আবার যেরকম করার কথা সেটা করেছে। কথায় আছে না, যে বড় প্লেয়াররা বড় জায়গায় খেলে। সেটা আসলে প্রমাণ করেছে ছেলেরা যে আমরা বড় প্লেয়ার, আসল জায়গায় আমরা খেলে দিয়েছি, এবং ফাইনালে উঠেছি।’
শুক্রবার ফাইনালে খুলনা খেলবে সাকিব আল হাসানকে ছাড়াই। শ্বশুর অসুস্থ। তাকে যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ কারণেই দল ছেড়েছেন তিনি। তাকে ছাড়াই শিরোপা লড়াইয়ে দল।
তাকেও মিস করবে খুলনা। কোচ মিজানুর রহমান বাবুল জানালেন, ‘অবশ্যই (সাকিবের না থাকা অ্যাফেক্ট করবে)। সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। দলে সাকিব থাকা মানে প্রতিপক্ষ দলের ওপর চাপ আসে। অবশ্যই আমাদের দলের জন্য একটা কমতি থাকবে যে একটা লেফট আর্ম স্পিনার, একজন ব্যাটসম্যান, একজন অভিজ্ঞ খেলোয়াড় চলে যাচ্ছে। দিনশেষে কিন্তু ফ্যামিলি ইজ ফ্যামিলি। পরিবার আগে, তারপর হল খেলাধুলা। আমিও বলব পরিবার আগে দেখতে হবে তারপর খেলতে হবে। সাকিব গিয়েছে, আশা করি যে উদ্দেশ্যে গিয়েছে সেটা সফল হবে। দোয়া করি তার শ্বশুর যাতে ভাল হয়, তার সুস্থতা কামনা করছি।’
যদিও বেশ কিছু ম্যাচ খেললেও ফর্মে ফিরতে পারেন নি সাকিব। এনিয়ে কোচ বললেন আরও সময় চাই তার। জানাচ্ছিলেন, ‘সাকিব অনেকদিন পর খেলতে আসছে। তার শাস্তির পর অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল। তো সেক্ষেত্রে এখানে এসে। অনেকক্ষেত্রে ম্যাচ খেলা আর প্র্যাকটিস আলাদা। তাও ওভাবে সে প্র্যাকটিস করেনি। শ্রীলঙ্কা সিরিজের আগে বিকেএসপিতে এসে প্র্যাকটিস করেছে। ঐভাবে প্রস্তুতিটা হয়ত সাকিবের ছিল না। এবং ম্যাচ প্রিপারেশন আলাদা এক ব্যাপার। তো সাকিব ঐ টোনে না থাকার কারণে হয়তো সে তার ন্যাচারাল ফর্মে ফিরে আসতে পারেনি।’
Discussion about this post