আগের ম্যাচের মতো লড়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা এবার লজ্জায় ডুবাল। দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রানে অলআউট বাংলাদেশ। আর তাতেই ১৭৭ রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ৩ ম্যাচের সিরিজে ২-০ জিতে নিল স্বাগতিকরা।
বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে আসা আর যাওয়ার খেলায় মেতেছিলেন শুক্রবার। ব্যাতিক্রম ছিলেন শুধু উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তার ব্যাট থেকে আসে ৩৭ রান। অন্য কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছতে পারেন নি! ওয়ানডেতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন রান।
এইতো এ বছরের মার্চে ভারতের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল দল। ২০১১ সালে বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি দুটি ইনিংসই বাংলাদেশের সর্বনিম্ন ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন সুনিল নারাইন ও কেমার রোচ।
প্রথম ওয়ানডেতে একটুর জন্য জেতা হয়নি। আক্ষেপ নিয়েই শেষ হয় সেই লড়াই। আগের ম্যাচে টস হার। তবে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে গ্রেনাডার সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ।
এরপর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহীম। এরপর প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করে ২৪৭ রান।
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এবার রান পেলেন ক্রিস গেইল। ৬৭ বলে ৫৮ রান করেন তিনি। ৫৩ রান আসে ড্যারেন ব্র্যাভোর ব্যাট থেকে। ৪০ রান করেছেন লেন্ডল সিমন্স।
আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া পেসবোলার আল আমিন সফল আরো একবার। এবার নিলেন ২ উইকেট। তবে তারচেয়ে সফল মাশরাফি। তিনি নিলেন ৩৯ রানে উইকেট। তার বোলিং ফিগার এরকম: ১০-১-৩৯-৩! আর তাতেই পেছনে ফেলেন সাকিব আল হাসানকে। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি, উইকেট সংখ্যা ১৭২। ১৭১ উইকেট নিয়ে এরপরই সাকিব। একটি করে উইকেট মাহদুল্লাহ রিয়াদ এবং সোহাগ গাজী। জবাব দিতে নেমে মুশফিকুর রহীমের দল ২৪.৪ ওভারে ৭০ রানে অলআউট হয়।
ম্যাচে তাসকিন আহমেদের বদলে খেলেছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
২৫ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪৭/৭ (গেইল ৫৮, ড্যারেন ব্র্যাভো ৫৩, রামদিন ৩৪, সিমন্স ৪০, পোলার্ড ২৬; মাশরাফি ৩/৩৯, আল-আমিন ২/৬০)
বাংলাদেশ: ২৪.৪ ওভারে ৭০/১০ (তামিম ৩৭, এনামুল ৭, ইমরুল ১, শামসুর ৪, মুশফিক ৬, মাহমুদুল্লাহ ০, নাসির ৬, সোহাগ ২, মাশরাফি ২, রাজ্জাক ০*, আল-আমিন ০; নারাইন ৩/১৩, রোচ ৩/১৯)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ রানে জয়ী
ম্যাচসেরা: সুনিল নারাইন।
Discussion about this post