বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে ফাইনাল মানেই মাশরাফি বিন মর্তুজা ছিলেন অজেয়। ৪বার ফাইনালে উঠে শিরোপা জিতেছেন চারবারই। কিন্তু এবার আর হলো না। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাজিমাত। ইমরুল কায়েসের দল জিতে নিল বিপিএলের ট্রফি। ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে ৭ উইকেটে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেটে ১৭৫ রান কুমিল্লা টপকে যায় ৪ বল হাতে রেখেই। ওপেনিংয়ে ৩৯ বলে ৫৫ রানের দারুণ ইনিংসে কুমিল্লাকে এগিয়ে দেন লিটন কুমার দাস। এরপর ৭ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংসে জয়ের নায়ক জনসন চার্লস।
টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতল কুমিল্লা। সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের কৃতিত্ব এখন তাদের।
বহৃস্পতিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৫ রানের বড় সংগ্রহ করে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ৩৬ রানে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৭৯ রানের জুটি বড় সংগ্রহ তুলে। ৬৪ রানে শান্ত ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৮ বলে ৭৪ রান করেন মুশফিক।
এরপর ১৭৬ রানের লক্ষ্যে নেমে ৩৪ রানে দুই উইকেট হারায় কুমিল্লা। তখন দলকে এগিয়ে নেন কুমিল্লার দুই ব্যাটার লিটন দাস ও জনসন চার্লস। তারা গড়েন ৭০ রানের জুটি। ৫ রানে জীবন পাওয়া চার্লস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ বলে ৭৯ রান করে। ৩৯ বলে ৫৫ রান করে লিটন দাস ফিরলে মঈন আলীর সঙ্গে জয়ের পথ দেখান চার্লস। এই জুটিতে ৪০ বলে ৭২ রান।
এটি কুমিল্লার চতুর্থ বিপিএল ট্রফি। এবারের আসরে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতল ইমরুলের দল।
Discussion about this post