প্রতিটি মানুষই তার পরিবারকে প্রতিনিধিত্ব করে। ব্যাক্তি সেই মানুষটি দেখেই আঁচ করা যায় কেমন পরিবেশ থেকে উঠে এসেছেন তিনি। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকেও সেভাবে মূল্যায়ন করছেন ভক্তরা। অমায়িক এই মানুষটির উঠে আসার পেছনে বড় ভূমিকা ধরা হচ্ছে তার পরিবারকে। যারা পথ দেখিয়েছেন ম্যাশকে। তাতেই মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পথ চলা পূর্ণ হল টাইগারদের রঙীন পোশাকের অধিনায়কের।
এমন এক সময়ে এসে পরিবারের মানুষদের কথা মনে করলেন মাশরাফির। বিপিএলে এদিন চিটাগং ভাইকিংসের মুখোমুখি হওয়ার আগে বলেন, ‘অামার বাবা গোলাম মতুর্জা স্বপন আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন। মনে হয় সারাক্ষণই আমার কাধে হাত রেখে সাহস যুগিয়ে যাচ্ছেন। আর মা হামিদা মর্তুজা তো যখন খেলি টেনশনে টিভিই দেখেন না।’
মাশরাফির ক্যারিয়ারে তার তার মামা-কাকাদের ভূমিকাটাও অনেক। এনিয়ে ম্যাশ বললেন, ‘আমার বেড়ে উঠা নানা বাড়িতে। বলা যায় নাহিদ মামার হাত ধরে বড় হয়েছি। একইভাবে তপন কাকা আর চপল কাকীর কথাও বলতে হবে।’
স্ত্রী সুমনা হক সুমীরও বড় অবদান আছে ম্যাশের ক্যারিয়ারে। টাইগার অধিনায়ক বলছিলেন, ‘স্ত্রী আমাকে আগলে রাখে সবসময়। ওর অবদান অনেক। বিশেষ করে আমার দুই সন্তান অসুস্থ হলে ওর ঘুম হারাম হয়ে যায়। একাই সব সামলায়।’
Discussion about this post